Site icon Jamuna Television

সন্তান গাঁজায় আসক্ত কি না বলে দেবে স্মার্টফোন

ছবি: সংগৃহীত।

সম্প্রতি একদল গবেষক স্মার্টফোনের সেন্সর ব্যবহার করে গাঁজা সেবনকারীদের শনাক্ত করার পন্থা বের করেছেন। প্রাথমিকভাবে একটি সার্ভের মাধ্যমে তারা এই ধরনের সেন্সরের নির্ভুলতার প্রমাণও দিয়ছেন। খবর ইয়নের।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পিটারর্সবাগ ও পেনসিলভেনিয়ায় ১৮ থেকে ২৫ বছর বয়সী মোট ৫৭ জন তরুণ-তরুণীর ওপর সমীক্ষা চালিয়েছেন মার্কিন গবেষকরা। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে মাদকদ্রব্য এবং অ্যালকোহল সংক্রান্ত একটি জার্নালে। সখানে বলা হচ্ছে, অনেকটা জিপিএস সিস্টেমে ব্যবহৃত সেন্সরের মতো। এই সেন্সর দিয়ে কেউ উচ্চহারে গাঁজা সেবন করছে কি না তা পর্যবেক্ষণ করা যাবে। এর জন্য ওই ব্যক্তির স্মার্টফোনের মোশন সেন্সর এবং জিপিএস সিস্টেমসহ বিভিন্ন তথ্যও পর্যালোচনায় আনা হবে। এটি অনেকটাই ডিজিটাল ডোপ টেস্টের মতো।

গবেষকদের দাবি, এভাবে ৯০ শতাংশ নিখুঁতভাবে গাঁজা সেবরকারীদের শনাক্ত করা সম্ভব হবে। তবে এই প্রযুক্তি নিয়ে এখনও পরীক্ষা-নীরিক্ষা চলছে। এই প্রযুক্তি চূড়ান্তভাবে বাজারে আসলে সন্তানদের প্রতি আরও সতর্ক হতে পারবেন বাবা-মায়েরা।

Exit mobile version