Site icon Jamuna Television

বাড়িওয়ালাকে ডেকে নিয়ে হত্যা করলো ভাড়াটিয়া

ধানক্ষেত থেকে উদ্ধার করা হয় হত্যার সময় ব্যবহৃত দা।

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

বাড়ি থেকে ডেকে নিয়ে বাড়িওয়ালাকে ময়মনসিংহে নিয়ে হত্যার অভিযোগ ভাড়াটিয়া বিরুদ্ধে। তদন্তে গ্রেফতার হয় ভাড়াটিয়া হাসান। টাকার জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা নিহতের পরিবারের।

নরসিংদীর খাটেহারা এলাকার বাড়ি থেকে ফজলুল হক মৈশান(৭৫) নামে এক বাড়িওয়ালাকে ময়মনসিংহের নান্দাইলে নিয়ে কুপিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায় ভাড়াটিয়া হাসান। ওই সময় অজ্ঞাত লাশ হিসেবে দাফন কর হয় ফজলুল হককে। এরপর এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে পিবিআই।

পিবিআই তদন্তে গ্রেফতার হয় ভাড়াটিয়া হাসান। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ধানক্ষেত থেকে উদ্ধার করা হয় হত্যার সময় ব্যবহৃত দা। টাকার জন্যই ফজলুল হককে হত্যা করা হয়েছে বলে দাবি করছে নিহতের পরিবার।

নিহতের ছেলে আরিফ মৈশান বলেন, ৬/৭ মাস আমাদের বাড়িতে ভাড়া ছিল হাসান। বাবার কাছে সবসময় টাকা থাকতো। হাসানের স্ত্রীর সিজারের সময় বাবার কাছ থেকে টাকা ধার নিয়েছিল হাসান। তখন হয়তো বাবার কাছে টাকা দেখেছিল। তারপর ভুলিয়ে ভালিয়ে বাবাকে নরসিংদী নিয়ে গিয়ে হত্যা করেছে।

Exit mobile version