Site icon Jamuna Television

দুর্ঘটনায় পড়ার আগে যাত্রীদের কিছু মুহূর্ত

সোমবার দুপুরে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধস্তের ঘটনায় ৪৯ আরোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিধ্বস্ত ফ্লাইটটিতে আরোহী ছিলেন মোট ৭১ জন। এর মধ্যে ৩২ জন যাত্রী ও ৪ জন ক্রু বাংলাদেশি। বাকিদের মধ্যে ৩৩ জন নেপালি, যাদের ১৩ জন সিলেটের রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী। বাকি দু’জন মালদ্বীপ ও চীনের নাগরিক।

দুর্ঘটনার আগে যাত্রীদের মধ্যে অনেকে সামাজিক মাধ্যমে তাদের আনন্দঘন মুহূর্তের ছবি পোস্ট করেছেন। ছবিগুলো শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন অনেকে।

সহকারী পাইলট পৃথুলা রশিদ। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা গেছেন তিনি।

তাহিরা শশী ও তার স্বামী

 

Exit mobile version