Site icon Jamuna Television

৩৩ বছরেই আম্পায়ারিং শুরু করলেন সাবেক বাংলাদেশি পেসার

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে এমন অনেক খেলোয়ড়ই আছেন যারা ৩৩ বছর বয়সে বা তারও পরে তাদের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন। কিন্তু এই বয়সেই আম্পায়ারিং শুরু করেলন বাংলাদেশের সাবেক পেসার সাজেদুল ইসলাম ।

রংপুরের এই বাঁহাতি পেসার বাংলাদেশের হয়ে খেলেছেন ৩ টেস্ট ও ১ টি-টোয়েন্টি । ২০০৮ সালে নিউজিল্যান্ড সফরে টেস্ট অভিষেক হয় সাজেদুলের। এরপর ২০১৩ সালে খেলেন ক্যারিয়ারের শেষ টেস্ট।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) আম্পায়ারিংয়ে তার অভিষেক ঘটেছে। সাভারের বিকেএসপিতে চলমান শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে সিলেট ও বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনার দায়িত্ব শুরু করলেন সাজেদুল। বাংলাদেশের সাবেক বাঁহাতি স্পিনার এনামুল হক মনির পর বাংলাদেশের দ্বিতীয় টেস্ট খেলোয়াড় হিসেবে আম্পায়ারিংয়ে ক্যারিয়ার শুরু করলেন সাজেদুল।

Exit mobile version