Site icon Jamuna Television

ফলাফল আগে না জানাতে সময় বদল আইপিএলে

ছবি: সংগৃহীত

আইপিএলে লিগের শেষ দুই ম্যাচ হবে একই সময়ে। আগামী শুক্রবার (১ অক্টোবর) রাত ৮ টায় মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের। একই সময়ে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের।

আগের সূচি অনুযায়ী বাংলাদেশ সময় বিকেল ৪ টায় হওয়ার কথা ছিলো মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচটি। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত বদলে দুটি ম্যাচই একই সময়ে হওয়ার ঘোষণা দেয় ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই। কারণ হিসেবে জানানো হয় কোনো দল যেন আগেভাগে ফলাফল জেনে মাঠে নামতে না পারে। তাই এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ফলে, আগামী শুক্রবার লিগের শেষ দুটি ম্যাচই শুরু হবে রাত ৮ টায়।

এছাড়া বিকেলের ম্যাচে টিআরপি কম বলে দুটি ম্যাচই রাতে আয়োজনের ব্যাপারে ব্রডকাস্টদের চাপ ছিলো বলেও গুঞ্জন আছে।

অনেক সময় আইপিএলের শেষের দিকে লড়াই চলে হাড্ডাহাড্ডি। বিশেষ করে টপ ফোর এ থাকতে প্রতিযোগিতা করতে হয় কয়েকটা টিমকে। এসময় ম্যাচ জেতা বা হারা নিয়ে যাতে কোনো বিতর্ক না ওঠে সেজন্যই মূলত এমন সিদ্ধান্ত আসলো।

Exit mobile version