Site icon Jamuna Television

আইপিএলের ‘ড্রিম টিম’ প্রতিযোগিতায় জিতে কোটিপতি এক নাপিত

জয়ী প্রতিযোগী অশোক কুমার। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইপিএল) অনেক ক্রিকেটারের জীবনই বদলে দিয়েছে। এবার ভারতের বিহারের এক নাপিতের জীবন বদলে দিতে চলেছে আইপিএল ‘ড্রিম টিম’ প্রতিযোগিতা। সম্প্রতি ওই প্রতিযোগিতায় এক কোটি রুপি জিতেছেন ওই নাপিত। তার পর থেকেই আনন্দে ঘুম উ়ড়েছে তার। খবর আনন্দবাজার পত্রিকার।

মোবাইল নির্ভর প্রতিযোগিতায় এক কোটি টাকা জেতা নাপিতের নাম অশোক কুমার। ২৬ বছরের অশোকের একটি সেলুন রয়েছে বিহারের মধুবনী জেলার নানৌর চকে। আইপিএলে ২৬ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচ সংক্রান্ত প্রতিযোগিতাতেই বিজয়ী হয়েছেন অশোক এবং পুরস্কার হিসাবে জিতেছেন এক কোটি রুপি।

এক কোটি রুপি পুরস্কার হিসেবে জিতে স্বাভাবিকভাবেই খুশি অশোক। তিনি বলেছেন, ম্যাচের পর আমি প্রথম স্থান অধিকার করি এবং এক কোটি রুপি জিতেছি। আমাকে বলা হয়েছে, কর বাবদ টাকা কেটে আগামী দু’দিনের মধ্যে ৭০ লক্ষ রুপি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। এই ঘটনার পর থেকে ঘুম আসছে না আমার।

মাত্র ৫০ টাকা দিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন অশোক। তবে টাকা জিতলেও নিজের পেশা ছাড়বেন না বলে জানিয়েছেন তিনি।

Exit mobile version