Site icon Jamuna Television

কঙ্গোর বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্মীদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

কর্মীদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ক্ষমা চেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম।

কঙ্গোতে ইবোলা মহামারি মোকাবেলায় কর্মরত বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীরা ঘটিয়েছেন ধর্ষণ ও যৌন হয়রানির মত ঘটনা! সংস্থাটির স্বতন্ত্র তদন্ত কমিশনের রিপোর্টে উঠে এসেছে এ লোমহর্ষক তথ্য।

তদন্ত শেষে ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে অপরাধের সাথে জড়িত ২১ কর্মীকে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে নির্যাতনের শিকার হয়েছেন ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপুল সংখ্যক নারী ও কিশোরী। যার সাথে জড়িত ছিলেন বিভিন্ন দাতব্য সংস্থায় কর্মরত ৮৩ কর্মী। তাদের মধ্যে স্থানীয় ও আন্তর্জাতিক কর্মীও রয়েছেন।

চাকরির প্রলোভন দেখিয়ে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা হত অনেক নারীদের। ভুক্তভোগী নারীদের অনেকে গর্ভবতী হয়ে পড়েন। তবে পরবর্তীতে তাদের জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগও উঠেছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম। এছাড়া অপরাধীদের যথাযথ শাস্তি নিশ্চিতের আশ্বাসও দিয়েছেন তিনি।

/এসএইচ

Exit mobile version