Site icon Jamuna Television

পদত্যাগ করেছেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান

পদত্যাগ করেছেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান। ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে এক আনুষ্ঠানিক বিবৃতিতে পিসিবি খবরটি নিশ্চিত করেন।

পরপর দুইটি হোম সিরিজ বাতিল হওয়ার পর আলোচনায় ছিল পাকিস্তান ক্রিকেট। এছাড়াও বিশ্বকাপে ১৫ সদস্যের পাকিস্তান স্কোয়াড নিয়ে অসন্তুষ্টি ও পিসিবির চেয়ারম্যান হিসাবে রমিজ রাজার দায়িত্ব নিয়ে পাকিস্তান ক্রিকেট নিয়ে সমালোচনার ঝড় উঠে। এবার ওয়াসিম খানের এমন আকস্মিক পদত্যাগ নিয়ে শঙ্কিত পাকিস্তান ক্রিকেট ভক্তরা।

চুক্তি শেষ হবার চার মাস আগেই ওয়াসিম খানের পদত্যাগের কারণ পরিষ্কার করেনি পিসিবি। তবে এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, বিষয়টি বিবেচনা করা হবে।

Exit mobile version