Site icon Jamuna Television

তামিমের ব্যাট না হাসলেও জয় পেয়েছে দল

নেপালে জয় পেয়েছে তামিমের দল। ছবি: সংগৃহীত

নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে তামিম ইকবালের দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স। প্রতিপক্ষ বিরাটনগর ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়েছে তামিমের দল। এ দিন তামিমের ব্যাট থেকে আসে ১৩ বলে ১২ রান।

৭০ দিন পর ভাইরাহাওয়ার হয়ে মাঠে নামেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। টস হেরে ব্যাট করতে নামে প্রতিপক্ষ বিরাটনগর ওয়ারিয়র্স। ১৭ দশমিক চার ওভারে অল আউট হয় দলটি। গুটিয়ে যাওয়ার আগে দলটির সংগ্রহ ৮৯ রান। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন দিলশান মুনাবিরা। এছাড়াও ১৩ রান আসে সুমিত মহারাজের ব্যাট থেকে। ভাইরাহাওয়ার ধামিকা প্রসন্ন ও আরিফ শেখ নেন ৩ টি করে উইকেট এবং আবিনাশ বোহারা নেন ২টি উইকেট।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রদীপ আইরির সাথে ওপেনিংয়ে নামেন তামিম। প্রদীপ ২৩ বলে ২২ রান করে সাজঘরে ফিরলে লঙ্কান তারকা উপুল থারাঙ্গাকে সাথে নিয়ে ক্রিজে টিকে থাকেন তামিম। কিন্তু ১২ রানের বেশি তুলতে পারেননি টাইগার অধিনায়ক। শেষ পর্যন্ত ১৫ দশমিক তিন ওভারে ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় তামিমের দল। বিরাটনগরের রামানরেশ ২ টি ও বসন্ত নেন ১ টি করে উইকেট।

/এম ই

Exit mobile version