Site icon Jamuna Television

পায়ুপথে লুকিয়ে এক কেজি স্বর্ণ পাচারের চেষ্টা

ছবি: সংগৃহীত।

পায়ুপথের মধ্যে প্রায় এক কেজি স্বর্ণের পেস্ট লুকিয়ে পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে ভারতীয় পুলিশ। এক্স-রে করার পর ওই ব্যক্তির পায়ুপথে প্রায় ৪২ লাখ রুপির ওই স্বর্ণের পেস্টের সন্ধান পায় পুলিশ।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মনিপুরের ইম্ফল বিমানবন্দর থেকে রাজধানী নয়া দিল্লি যাওয়ার সময় মোহাম্মদ শরীফ নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

বিমানবন্দরে যাত্রা শুরুর আগে নিরাপত্তা চেকিংয়ের সময় ওই ব্যক্তির শরীরে ধাতুর উপস্থিতি টের পায় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)। পরে তাকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তার তলপেটের এক্স-রে করা হয়। সেখানেই শরীরে লুকানো ধাতব পদার্থের উপস্থিতি ধরা পড়ে।

সিআইএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের কেরালার বাসিন্দা শরীফ জিজ্ঞাসাবাদে পায়ুপথে স্বর্ণ বহন করার বিষয়টি স্বীকার করেছেন। পরে শরীফের শরীর থেকে ৯০৯.৬৮ কেজি ওজনের চার প্যাকেট সোনার পেস্ট উদ্ধার করা হয়।

Exit mobile version