Site icon Jamuna Television

বাংলাদেশিকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত

ছবি: প্রতীকী

মোহাম্মদ মিলন হোসেন নামে এক বাংলাদেশিকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মানবপাচারের সাথে জড়িত থাকার দায়ে তাকে এ দণ্ডাদেশ দেয়া হয়।

গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এ রায় দেন মার্কিন আদালত। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৪১ বছর বয়সী এ বাংলাদেশি মেক্সিকো থাকাকালীন একটি মানববাচার চক্রের সাথে জড়িত ছিল। চক্রটি বাংলাদেশ, দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং মেক্সিকো থেকে অনেককেই বিপুল অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রে পাচার করেছে। মোক্তার হোসেন নামে আরেকজনকে সাথে নিয়ে মিলন মেক্সিকো থেকে পাচারকারীদের সাহায্য করতো বলে জানা গেছে।

মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল কেনেথ এ পোলাইট জানিয়েছেন, মানবপাচারের এ চক্রটি বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে। চক্রটি বাংলাদেশি অভিবাসীদের জীবন বিপন্ন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

/এসএইচ

Exit mobile version