Site icon Jamuna Television

‘মানিকে মাগে হিতে’ গেয়ে আবারও ভাইরাল রানু মন্ডল

রানু মন্ডল, ছবি: সংগৃহীত।

এবার জনপ্রিয় সিংহলী গান ‘মানিকে মাগে হিতে’ গেয়ে আবারও ভাইরাল হলেন রানু মণ্ডল। অনেকদিন গান থেকে দূরে থাকার পর আবারও সামনে আসলেন তিনি।

দুই বছর আগে লতা মঙ্গেশকরের ‘এক পেয়ার কা নগমা হ্যায়’ গান গেয়ে ভাইরাল হয়েছিলেন। লতা মঙ্গেশকরের গান গেয়েছিলেন মাটিতে বসে। এ বার তিনি লাল টি-শার্ট পরে গান গাইলেন। 

ইতিমধ্যে রাণুর সেই নতুন ভিডিও ১ লক্ষ ৩৯ হাজার মানুষ দেখেছেন। রানাঘাটের রানু, সিংহলী ইওহানির উচ্চারণকে নকল করে মনের আনন্দে হাসতে হাসতে গান গাইলেন। ভিডিওর শেষে প্রশংসা করেছেন ইউটিউবার। বললেন, ‘অসাধারণ, অসাধারণ!’ প্রশংসায় আপ্লুত রানুও এক গাল হেসে দিলেন।

Exit mobile version