Site icon Jamuna Television

ইকুয়েডর কারাগারে দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে ১০০

ইকুয়েডরের গুয়াকুইল কারাগারের দাঙ্গায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০০ জনে। এটি দেশটির ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতায় জড়ায় দুই পক্ষ। এসময় কমপক্ষে পাঁচ বন্দির শিরচ্ছেদ করা হয়। বাকিরা প্রাণ হারায় গোলাগুলিতে। গুরুতর আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অনেকের অবস্থা সংকটাপন্ন।

সংঘাতের সময় ধারালো অস্ত্র, পিস্তল ব্যবহারের পাশাপাশি গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় কয়েদিরা। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কারা কর্তৃপক্ষ। কিন্তু মধ্যরাতে আবারও ছড়ায় অস্থিরতা। কয়েকটি সেলে আগুনও লাগিয়ে দেয় কয়েদিরা। কারাগার পুনঃনিয়ন্ত্রণে নিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ৪০০ পুলিশ সদস্য।

সবশেষ ফেব্রুয়ারিতে ইকুয়েডরের একটি জেলখানায় হওয়া সংঘাতে প্রাণ হারায় ৭৯ বন্দি।

Exit mobile version