Site icon Jamuna Television

রাজস্থান‌ রয়্যালসকে ৭ উইকেটে হারিয়েছে ব্যাঙ্গালুরু

ভিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে ৭ উইকেটে হেরেছে রাজস্থান রয়্যালস। রাজস্থানের ৯ উইকেটে গড়া ১৪৯ রান, ১৭ বল হাতে রেখে পার হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

দুবাইয়ের এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে রাজস্থান রয়্যালস। ৭৭ রানের উদ্বোধনী জুটি গড়েন এভিন লুইস ও ইয়াশআসভি জয়সোয়াল। লুইস ৫৮ ও জয়সোয়াল ৩১ রান করেন। তবে এরপর আর কোনো ব্যাটার বড় স্কোর পাননি।

হারশাল প্যাটেল নেন তিন উইকেট। জবাবে মোস্তাফিজের দারুণ বোলিংয়ের পরও ১৭ বল হাতে রেখে সহজ জয় পায় ব্যাঙ্গালুরু। ম্যাক্সওয়েল অপরাজিত ৫০ রান করেন। মোস্তাফিজ ২০ রান খরচায় নেন ২ উইকেট। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট ব্যাঙ্গালুরুর, আর রাজস্থানের পয়েন্ট ৮।

Exit mobile version