Site icon Jamuna Television

দেশে ফিরেছে সৌদিতে পাচার হওয়া হাবিবা

দেশে ফিরেছে সৌদিতে পাচার হওয়া হাবিব

ছবি: সংগৃহীত

সৌদি আরবে পাচারের শিকার নারী হাবিবাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সকাল ৯টায় সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে আসে ওই নারী।

বিমানবন্দরে স্বজন্দের পেয়ে কান্নায় ভেঙে পড়েন হাবীবা। এসময় একটি গাড়িতে করে দ্রুত পল্টন থানায় নেয়া হয় তাকে।

হাবিবাকে পাচারের মামলায় ইফতি ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের মালিক রুবেল, আল-জাহাঙ্গীর এস্টাবলিশমেন্ট নামের আরেক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মুবারক এবং তাদের সহযোগী আক্কাস ও তাহের গ্রেফতার আছে। হাবিবার স্বামীর অভিযোগে তাদের গ্রেফতার করে র‍্যাব।

ব্রাকের অভিবাসন সেন্টারের অভিযোগ, হাবিবাকে দিয়ে জোর করে অভিযোগ তুলে নেয়া হতে পারে। এয়ারপোর্টে পল্টন পুলিশের সাথে অভিযুক্ত রুবেলের ভাইকে দেখা গেছে বলে জানান তারা। তাদের তত্ত্বাবধানেই দ্রুত এয়ারপোর্ট ছাড়ে হাবিবা।

এনএনআর/

Exit mobile version