Site icon Jamuna Television

হুতি বিদ্রোহীদের সাথে বন্দি বিনিময় করলো ইয়েমেন সরকার

ছবি: সংগৃহীত

ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও দেশটির হুতি বিদ্রোহীদের সাথে নতুন করে বন্দি বিনিময় হয়েছে। এতে দুই শতাধিক বন্দিদের বিনিময় করা হয়েছে সংঘাতে যুক্ত গ্রুপ দুটির মাঝে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় ইয়েমেনের তাইজ শহরে হয় এই বন্দি বিনিময়।

স্থানীয় গণমাধ্যমের তথ্যানুসারে, একজন সাংবাদিকসহ ১৩৬ বেসামরিক নাগরিককে মুক্ত করে হুতি বিদ্রোহীরা। অন্যদিকে, ৭০ হুতি বন্দিকে হস্তান্তর করে সরকারি বাহিনী। বিভিন্ন সময়ে সম্মুখযুদ্ধ চলাকালে তাদের আটক করা হয়।

এর আগেও দু’পক্ষের মধ্যে জাতিসংঘ এবং রেডক্রসের মধ্যস্থতায় বেশ কয়েকবার ছোটখাটো বন্দি বিনিময় হয়েছে। গত বছরের অক্টোবরে সর্বোচ্চ ১ হাজার ৫৬ জন বন্দি বিনিময় হয় দু’পক্ষের মধ্যে। যাদের মধ্যে ছিলেন ১৫ সৌদি এবং ৪ সুদানিজ নাগরিক।

২০১৪ সাল থেকেই গৃহযুদ্ধে উত্তাল ইয়েমেন। হুতি বিদ্রোহীদের দমনে তার পরের বছর থেকেই অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী। অন্যদিকে হুতিদের সমর্থন দিয়ে আসছে ইরান।

Exit mobile version