Site icon Jamuna Television

এসএমইতে লেনদেন শুরু করলো ঢাকা স্টক এক্সচেঞ্জ

প্রথমবারের মত এসএমই প্লাটফর্মে লেনদেন শুরু করলো ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই। নতুন ৬টি কোম্পানি দিয়ে এই কার্যক্রম শুরু হলো।

এসএমই প্ল্যাটফর্মে লেনদেন অংশ নেয়া কোম্পানিগুলো হলো, মাস্টার ফিড অ্যাগ্রোটেক, অরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, ওটিসি ফেরত অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস, ওয়ান্ডারল্যান্ড টয়েস, হিমাদ্রি ও বেঙ্গল বিস্কুট।

২০১৯ সালের ৩০ এপ্রিল ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে পুঁজিবাজার থেকে টাকা দিতে এসএমই প্লাটফর্ম চালু করে ডিএসই। এ প্লাটফর্ম উদ্বোধনের আড়াই বছর পর আজ লেনদেন শুরু হলো। এর আগে গত ১০ জুন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নিয়ালকো অ্যালয় সিএসইর এসএমই প্লাটফর্মে লেনদেন শুরু করে।

Exit mobile version