Site icon Jamuna Television

আমিরাতের অনুমোদনের পর পুরোদমে চলছে করোনা টেস্ট কার্যক্রম

আমিরাতের অনুমোদনের পর পুরোদমে চলছে করোনা টেস্ট কার্যক্রম

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের অনুমোদনের পর থেকে শাহজালাল বিমানবন্দরের আরটি-পিসিআরের কার্যক্রম পুরোদমে চলছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা।

এই ল্যাব থেকে করোনা টেস্টের রেজাল্ট নিয়ে রাত ১২টার পর থেকে তিনটি ফ্লাইট আরব আমিরাতের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এই ফ্লাইটগুলোতে দেশ ছেড়েছে ১২২ জন যাত্রী।

এছাড়া আজ আরো ৩টি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। দেশটির শর্ত অনুয়ায়ী প্রবাসী যাত্রীরা ৬ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করে রিপোর্ট নিয়ে যেতে পারছেন।

গতকাল থেকে বিমানবন্দরে স্থাপিত ৬টি ল্যাবেই করোনা টেস্ট শুরু হয়। করোনা পরীক্ষার ছাড়পত্র নিতে অনেকে একদিন আগে থেকে বিমানবন্দরে এসে অপেক্ষা করছেন।

এনএনআর/

Exit mobile version