Site icon Jamuna Television

রাপা প্লাজা ও আশুলিয়ার স্বর্ণের দোকানে ডাকাতি চক্রের মূলহোতা গ্রেফতার

রাজধানীর রাপা প্লাজা ও আশুলিয়ার স্বর্ণের দোকানে ডাকাতি চক্রের মূলহোতা সোহরাব হাওলাদারকে গ্রেফতার করেছে সিআইডি। সেই সঙ্গে রাপা প্লাজায় ডাকাতিতেও এ চক্রের সম্পৃক্তার প্রমাণ পেয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সিআইডির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।

ইমাম হোসেন জানান, এ পর্যন্ত এ চক্রের মোট ১৫ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ১০ জনই ১৬৪ ধারায় ডাকাতির কথা স্বীকার করেছে। এদের বেশ কয়েকজন রাপা প্লাজায় ডাকাতির সঙ্গেও নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

এছাড়াও তাতীবাজারের কিছু অসাধু ব্যবসায়ী এই চক্রের সঙ্গে জড়িত আছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Exit mobile version