Site icon Jamuna Television

গাজীপুরে অটোরিকশার চাপায় শিশু নিহত

গাজীপুরের কোনাবাড়ীতে মায়ের সাথে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় লাইলা আফরোজ নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লায়লা আফরোজ ময়মনসিংহের ত্রিশাল থানা কাটাখালি গ্রামের ফখরুল হকের মেয়ে।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, সকালে কোনাবাড়ী জেলখানা রোড কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে মায়ের সাথে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় অটোরিকশাটি আটক করা হলেও চালক পালিয়ে যান।

Exit mobile version