Site icon Jamuna Television

নাসির-তামিমাকে আদালতে হাজির হওয়ার আদেশ

ছবি: সংগৃহীত

ক্রিকেটার নাসির হোসেন, তামিমা সুলতানা তাম্মি ও তামিমার মা সুমি আক্তারকে ৩১ অক্টোবরের মধ্যে হাজির হওয়ার আদেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত।

কারণ, স্বামী রাকিব হাসানকে তালাক না দিয়ে নথি জালিয়াতির মাধ্যমে তামিমা বিয়ে করেন নাসিরকে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান এ প্রতিবেদন আদালতে দাখিল করেন।

নথিতে বলা হয়েছে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ডিভোর্স পেপার ছাড়াই তামিমা তাম্মি বিয়ে করেন নাসিরকে। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের মামলার প্রেক্ষিতে তদন্তে নামে পিবিআই।

এর আগে, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি বাদী রাকিবের সাথে তামিমার বিয়ে হয়। তোবা হাসান নামে ৮ বছর বয়সী তাদের একটি মেয়েও আছে।

মামলার অভিযোগে বলা হয়, তামিমা বাদীর সাথে বিয়ের সম্পর্ক চলমান থাকা অবস্থায় তথ্য গোপন করে ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন। তামিমা বিদেশি একটি এয়ারলাইনসে কেবিন ক্রু পেশায় চাকরি করেন।

/এম ই

Exit mobile version