Site icon Jamuna Television

ব্রাজিলকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রোমাঞ্চকর সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে তারা।

ম্যাচ শুরুর ১১ মিনিটেই ভাপোরাকির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এর দুই মিনিট পর বরুত্তো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের ১৭ মিনিটে ব্রাজিলের হয়ে গোল করেন এবারের আসরের সর্বোচ্চ গোলদাতা ফেররাও। এরপর অনেক চেষ্টা করেও ম্যাচে সমতা আনতে পারেনি ব্রাজিল। যার ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে পর্তুগাল লড়বে কাজাখজাস্তানের সাথে। পরবর্তী মাসের ৩ তারিখে অনুষ্ঠিত ফাইনাল এই দু’দলের একটির সাথে ফাইনাল খেলবে আর্জেন্টিনা।

এবছরের কোপা আমেরিকা বিশ্বকাপের ফাইনালে ডি মারিয়ার একমাত্র গোলে ব্রাজিলকে হারায় আর্জেন্টিনা। শিরোপা খরা ঘোচে দীর্ঘ ২৮ বছরের। এবার ফুটসালেও চিরপ্রতিদ্বন্দীদের হারালো আকাশি-সাদারা। সবমিলিয়ে আর্জেন্টিনার ক্রীড়াজগতে বেশ সাফল্যই আসতেছে বলা যায়।

Exit mobile version