Site icon Jamuna Television

বাঘের সঙ্গে বৃদ্ধার লড়াই (ভিডিও)

চিতাবাঘের সঙ্গে লড়াই করে বেঁচে গেলেন বৃদ্ধা।

লাঠির ওপর ভর করে চলাফেরা করেন বৃদ্ধা। সেই লাঠি দিয়েই চিতাবাঘের সঙ্গে লড়াই করে বেঁচে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, চুপি চুপি বাড়ির ভেতরে ঢুকেছে একটি চিতাবাঘ। সবার নজর এড়িয়ে সেটি বাড়ির ভেতরে একটি গাছের আড়ালে বসেছিল। তখন মাত্র সন্ধ্যা নেমে এসেছে।

ভিডিও দেখতে ক্লিক করুন

বারান্দার আলো ছিল, তবে উঠানের সবজায়গায় সেই আলো পৌঁছায়নি। এই আলো-আঁধারিতেই গা ঢাকা দিয়েছিল বাঘটি।

একপর্যায়ে ওই বাড়ির বৃদ্ধা লাঠিতে ভর করে এসে বারান্দায় বসেন। পরে সেই বাঘটি চুপি চুপি এসে ওই বৃদ্ধার ওপর আক্রমণ করে।

হঠাৎ এই আক্রমণে ঘাবড়ে গেলেও হাতে থাকা লাঠি দিয়ে বাঘকে পাল্টা আঘাত করেন তিনি। লাঠির আঘাতে বাঘটি পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন এসে জড়ো হয়।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ে।

Exit mobile version