Site icon Jamuna Television

শপথ নিলেন ডা. প্রাণ গোপাল দত্ত

ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে কুমিল্লাা-৭ থেকে আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত আজ শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ শেষে প্রাণ গোপাল দত্ত রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সচিব কে এম আব্দুস সালাম জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ও হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি উপস্থিত ছিলেন।

গত ৩০ জুলাই কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

Exit mobile version