Site icon Jamuna Television

এবার মোবাইল গেমস নিয়ে এলো নেটফ্লিক্স

প্রতীকী ছবি।

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবার প্রবেশ করেছে মোবাইল গেমের বাজারে। প্রাথমিকভাবে ইউরোপের নির্ধারিত কিছু দেশের ব্যবহারকারীদের জন্য পাঁচটি গেম উন্মুক্ত করেছে নেটফ্লিক্স।

মূলত আয়ের একাধিক উৎস তৈরি এবং ভিডিও স্ট্রিমিং বাজারের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এ উদ্যোগ নেয়া হয়েছে। স্পেন এবং ইতালিতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী নেটফ্লিক্স গ্রাহকদের জন্য স্ট্রেঞ্জার থিংস: ১৯৮৪, স্ট্রেঞ্জার থিংস ৩: দ্য গেম, কার্ড ব্লাস্ট, টিটার আপ এবং শুটিং হুপস গেম উন্মুক্ত করা হয়েছে। যদিও পোল্যান্ডে আগে থেকে স্ট্রেঞ্জার থিংস গেমটি ছিল। এখন বাকি তিনটি গেমও উন্মুক্ত করা হয়েছে।

এ বিষয়ে নেটফ্লিক্সের একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, আমরা এখনো প্রাথমিক অবস্থাতে আছি। তবে নেটফ্লিক্স মেম্বারশীপের অংশ হিসেবে এই এক্সক্লুসিভ গেম আনতে পেরে আমরা খুবই উচ্ছ্বাসিত। এসব গেমে কোনো বিজ্ঞাপন কিংবা ইন-অ্যাপ কেনাকাটা থাকছে না।

উল্লেখ্য, গত বছর গেমিং বাজারে প্রবেশের ইচ্ছার কথা জানিয়েছিল নেটফ্লিক্স।

Exit mobile version