Site icon Jamuna Television

ভ্যাকসিন বিরোধী ভিডিও ব্লক করেছে ইউটিউব

ছবি: সংগৃহীত।

টিকা বিরোধী সকল কন্টেন্ট নিজস্ব প্ল্যাটফর্মে ব্লক করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। এক ব্লগ পোস্টে এই ঘোষণা দিয়েছে ভিডিও প্ল্যাটফর্মটি। করোনা ভাইরাসের অনুমোদিত টিকা নিয়ে ভুয়া তথ্যের প্রচার ও মিথ্যাচার আগে থেকেই নিষিদ্ধ ছিল প্ল্যাটফর্মটিতে।

ভ্যাকসিন বিরোধী হিসেবে সুপরিচিত বেশ কয়েকটি চ্যানেল তাদের প্ল্যাটফর্মে নিষিদ্ধ হচ্ছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন ইউটিউবের এক মুখপাত্র। এমন কন্টেন্ট নির্মাতাদের মধ্যে আছেন ভ্যাকসিন বিরোধী প্রচারণায় রবার্ট এফ. কেনেডি জুনিয়র এবং জোসেফ মেরকোলার মতো পরিচিত মুখ।  

সমালোচকদের দাবি, কোভিডকালে সেন্সরশিপ প্রচারণা জোরদার করতেই ইউটিউব এমন সিদ্ধান্ত নিয়েছে।

ইউটিউবের এই সিদ্ধান্তকে “অভূতপূর্ব তথ্য আগ্রাসন” বলে আখ্যা দিয়েছে রাশিয়া। রয়টার্স বলছে, উল্টো ইউটিউবকে ব্লক করে দেওয়ার হুমকি দেয়া হয়েছে দেশটির পক্ষ থেকে।

Exit mobile version