Site icon Jamuna Television

টাঙ্গাইলে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে দুইজন নিহত

প্রতীকী ছবি।

টাঙ্গাইল প্রতিনিধি:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় মহাসড়কের করাতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি টাঙ্গাইল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. নবীন হোসেন নিশ্চিত করেছেন। নিহত মোটরসাইকেল চালক দেলদুয়ার উপজেলার বরটিয়া গ্রামের মোস্তফার ছেলে।

মো. নবীন হোসেন জানান, বিকেলে মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে ঢাকার দিকে যাচ্ছিল। করাতিপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক সজীব ও অজ্ঞাত পথচারী নিহত হয়। পরবর্তীতে তাদের উদ্ধার করে নিহতদের মর্গে ও আহত শাকিলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Exit mobile version