Site icon Jamuna Television

অবৈধ অর্থায়নের দায়ে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টের ১ বছরের জেল

ছবি: সংগৃহীত।

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে ২০১২ সালে নির্বাচনী প্রচারণায় অবৈধভাবে তহবিল ব্যবহারে দোষী সাব্যস্ত হওয়ার পর এক বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

ফ্রান্স২৪ এর প্রতিবেদনে জানা যায়, আদালত বলেছে ৬৬ বছর বয়স্ক সারকোজি নিজ বাড়িতে থেকেই এই সাজা ভোগ করতে পারবেন। তবে তার পায়ে একটি ইলেক্ট্রোনিক এ্যাঙ্কেল ব্রেসলেট থাকবে। যাতে সার্বক্ষণিক সারকোজির অবস্থান সম্পর্কে জানতে পারবেন কারা কর্তৃপক্ষ।

প্রসিকিউটররা সারকোজির ছয় মাসের কারাদণ্ড স্থগিতের আবেদন জানালেও আদালত তা শোনেনি।

সারকোজির বিরুদ্ধে এ বছর এটি দ্বিতীয়বার কারাদণ্ডের আদেশ দিলো আদালত। তিনি প্রথম ফরাসি রাষ্ট্রপ্রধান যিনি দুইটি কারাদণ্ড পেলেন।

প্রসঙ্গত, ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত সারকোজি ফ্রান্সের নেতৃত্ব দিয়েছিলেন এবং রক্ষণশীলদের মধ্যে তার প্রভাব বজায় রেখেছিলেন।

Exit mobile version