Site icon Jamuna Television

চবিতে সবজির ঝুড়িতে লুকিয়ে নেওয়ার সময় হরিণের মাংস উদ্ধার

চবিতে হরিণের মাংস উদ্ধার। ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম ব্যুরো:

সবজির ঝুড়িতে লুকিয়ে নিয়ে যাওয়ার সময় ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে এসব মাংস মাটির নিচে পুঁতে ফেলা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জারুলতলা থেকে মাংসগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় লোকজন পাহাড়ে চাষাবাদ করে। দুপুরে শসা ভর্তি ঝুড়িতে লুকিয়ে হরিণের মাংস নিয়ে যাচ্ছিল। এ সময় কয়েকজন শিক্ষার্থীর সন্দেহ হলে তারা ওই ব্যক্তিকে আটকে জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি চালিয়ে সবজির ঝুড়ির ভিতরে হরিণের মাংস পায়।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া জানান, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তিনজন কর্মকর্তা এসেছিলেন। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী এখানে তিনটি মায়া হরিণের মাংস রয়েছে। তাদের ধারণা হরিণগুলো সকালে জবাই করা হয়েছে। আইন অনুযায়ী মাংসগুলো না খেয়ে পুঁতে ফেলা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Exit mobile version