Site icon Jamuna Television

আমি আমার নিজের নিয়মে চলি: নুসরাত

অভিনেত্রী নুসরাত। সংগৃহীত ছবি

নুসরাত জাহান একাধারে একজন অভিনেত্রী ও রাজনীতিবিদ। তবে দিনশেষে তিনি একজন মানুষ, একজন নারী। এখন আবার মমতাময়ী মা। নানা পরিচয়ের একটি মানুষ তার জীবনে কত সমস্যা, বাধা আর প্রতিকূলতার মুখোমুখি হয়, তা কম-বেশি অনুমান করা যায়। তবে যারা সমস্যার মোকাবিলা করতে পারেন, তারাই থাকেন এগিয়ে।

নুসরাত সেই এগিয়ে যাওয়াদের দলে। নিজের নিয়মে জীবন যাপন করেন তিনি। শত বাধা এলেও তা টপকাতে ভয় পান না। সেই বার্তাই স্পষ্ট বাক্যে দিলেন এবার। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নুসরাত জানালেন আত্মবিশ্বাসের কথা।

অভিনেত্রী লিখেছেন, ‘জীবনে অনেকরকম সমস্যা আর বাধা এসেছে। আমি আত্মবিশ্বাসের সাথে লড়াই করে গেছি। সেটা একজন অভিনেত্রী হোক বা জনপ্রতিনিধি, সবসময়ই আমি আমার নিজের নিয়মে মোকাবিলা করেছি। জীবনের সমস্ত অশুভ শক্তির সাথে লড়াই আপনারাও করুন।’

ইতোমধ্যে জানা গেছে, নুসরাতের ছেলে ঈশানের বাবা যশ দাশগুপ্ত। স্বামী নিখিল জৈনের কাছ থেকে সরে আসার পর যশের সাথেই বসবাস করছেন নুসরাত। তাদের প্রেমের কথা সবারই জানা। তবে বিয়ে করেছেন কিনা, তা এখনো জানা যায়নি।

Exit mobile version