
নেপালে বিধ্বস্ত ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানের পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতান মারা গেছেন। কাঠমাণ্ডু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
আবিদ সুলতান পড়াশোনা করেছিলেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। এর পর যোগ দেন বাংলাদেশ বিমান বাহিনীতে। ফ্লাইট লেফটেন্যান্ট পদমর্যাদায় থাকাকালে বিমান বাহিনী ছাড়ার পর ২০১৫ সালে ইউএস বাংলা এয়ারলাইন্সে যোগ দেন তিনি।
আবিদসহ ইউএস বাংলা বিমানের এই ফ্লাইটে থাকা ৪ ক্রুর ৩ জনই নিহত হলেন। গতকাল দুর্ঘটনার সময়ই মারা যান বিমানের কো-পাইলট পৃথুলা রশিদ। গুরুতর আহত বিমানের ক্রু, কে এইচ এম শাফিসহ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০ বাংলাদেশি।
জীবিত অন্যান্য বাংলাদেশি যাত্রীরা হলেন, শেহরিন আহমেদ, আলমুন নাহার এ্যানি, শাহীন বেপারি, রেজওয়ানুল হক, মেহেদী হাসান, ইমরানা কবীর হাসি, কবীর হোসেন, শেখ রাশেদ রুবায়েত, সাইয়েদা কামরুন্নাহার স্বর্ণা।
যমুনা অনলাইন: টিএফ



Leave a reply