Site icon Jamuna Television

শেষমুহূর্তে বিল পাস করে অচলাবস্থা এড়ালো যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে শাটডাউন বা সরকারি অচলাবস্থা এড়াতে শেষমুহূর্তে বিল পাস হলো কংগ্রেসে। ‌এতে ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মসূচি এবং প্রতিষ্ঠান চালিয়ে নেয়ার মতো বাজেটে সই করেন প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে ডিসেম্বরের ৩ তারিখ পর্যন্ত অস্থায়ী বাজেট বরাদ্দের বিষয়ে এক সম্মতিতে পৌঁছায় সিনেট। বৃহস্পতিবার কংগ্রেসের উভয়পক্ষে বিলটির ওপর হয় ভোটাভুটি। যাতে সিনেটে ৬৫-৩৫ ভোটে বিলটি পাস হয়। অন্যদিকে নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদে ২৫৪-১৭৫ ব্যবধানে সমর্থন পায় বিলটি।

সঠিক সময়ে অর্থ বরাদ্দ না হলে শুক্রবার থেকে স্বাস্থ্যখাতের ৪৩ শতাংশ কর্মী জোরপূর্বক ছুটিতে যেতে বাধ্য হতেন। দেয়া হতো না মাসের বেতনও। করোনা মহামারির তৃতীয় ধাক্কার সময়ে যা ভয়াবহ বিপর্যয়। তহবিলের অভাবে সুরক্ষা কর্মসূচি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, জাতীয় যাদুঘর-উদ্যান এবং আফগান শরণার্থীদের সংস্থান ইস্যুগুলো বন্ধ হয়ে যেতো।

Exit mobile version