Site icon Jamuna Television

চুল কাটায় অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ক্যাম্পাস

সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৪ শিক্ষার্থীর চুল কাটার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেইসাথে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ক্যাম্পাস।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জানানো হয়, তদন্ত কমিটির প্রতিবেদনের পর বিধি অনুযায়ী ফারহানা ইয়াসমিনের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল বিভাগের পরীক্ষা স্থগিত থাকবে, চলবে না অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমও।

এদিকে, এ ঘটনায় কী ব্যবস্থা নেয়া হয়েছে তা একমাসের মধ্যে জানাতে গতকাল নির্দেশনাও দিয়েছেন হাইকোর্ট। শিক্ষক ফারহানা ইয়াসমিনের অপসারণ দাবিতে চারদিন ধরে অনশনসহ নানা কর্মসূচি পালন করেছে ছাত্রছাত্রীরা।

২৬ সেপ্টেম্বর ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেয়ার অভিযোগ ওঠে শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের বিরুদ্ধে।

Exit mobile version