
রাজেশ ভূষণ। ছবি: সংগৃহীত।
খুব শিগগিরই জনসম্মুখে আসবে ডিএনএ ভিত্তিক করোনা টিকা। এমন ঘোষণাই দিলেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রাজেশ ভূষণ।
করোনার প্রকোপ ঠেকাতে বিশ্বে প্রথম এধরণের টিকার অনুমোদনও দিয়েছে ভারত। যা তৈরি করছে জাইডাস ক্যাডিলা নামক একটি প্রতিষ্ঠান। ১২ বছরের ওপরের যে কাউকে দেয়া যাবে এ ভ্যাকসিন।
এদিকে ৭ থেকে ১১ বছর বয়সী শিশুদের ওপর আবারও নিজেদের উদ্ভাবিত করোনা টিকা কোভোভ্যাক্স প্রয়োগ করেছে ভারত। দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার ইঙ্গিত পেয়ে পুনে শহরের ভারতী বিদ্যাপীঠ হাসপাতালে চালানো হচ্ছে এই টিকার পরীক্ষা। এতে দ্বিতীয় ধাপে অংশ নিয়েছে ৯ জন শিশু।
ভারতে এখন পর্যন্ত ৮৮ কোটির বেশি করোনা ডোজ প্রয়োগ করা হয়েছে। করোনার ধাক্কা সাম্প্রতিক সময়ে কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে দেশটি। মহামারিটিতে নাকাল কয়েকটি দেশের মধ্যে ভারত অন্যতম। করোনায় বিপর্যয় কমাতে তাই টিকা প্রদানের ওপর বেশ গুরুত্ব দিচ্ছে দেশটি।



Leave a reply