Site icon Jamuna Television

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ খুন: উখিয়া থানায় মামলা

কক্সবাজারে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যার ঘটনায় উখিয়া থানায় মামলা হয়েছে। গতরাতে নিহতের ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) করা মামলাটিতে অজ্ঞাতদের আসামি করা হয়েছে। তবে এখনও মামলায় কাউকে গ্রেফতার দেখানো হয়নি। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল বিকেলে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে জানাজা শেষে দাফন করা হয় মুহিবুল্লাহর মরদেহ। বুধবার রাতে নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন এই রোহিঙ্গা নেতা। এ ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও কূটনৈতিক মিশন হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিচার দাবি করেছে।

Exit mobile version