Site icon Jamuna Television

এবার যুক্তরাষ্ট্রে লাভা উদগীরণ

ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন জায়গায় একে একে জেগে উঠছে ঘুমন্ত আগ্নেয়গিরি। কঙ্গোর ভয়াবহ অগ্নুৎপাতের পর স্পেনের লা পালমা দ্বীপে দেখা গেছে লাভার উদগীরণ। এদিকে আবারও সক্রিয় হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ‘কিলাউয়া’ আগ্নেয়গিরিটি।

স্থানীয় সময় বুধবার (২৯ সেপ্টেম্বর) থেকে লাভা উদগীরণ শুরু করেছে হাওয়াই দ্বীপের এই আগ্নেয়গিরিটি।

ভূ-তাত্ত্বিকরা বলছেন, লোকালয়ের কাছাকাছি এলাকায় লাভার উদগীরণ হচ্ছেনা। হাওয়াই ভলক্যানো ন্যাশনাল পার্কেই সীমাবদ্ধ অগ্ন্যুৎপাৎ। গত কয়েকদিনে এলাকাটিতে মৃদু ও মাঝারি ভূকম্পন রেকর্ড করা হয়। সেসময়ই বিখ্যাত কিলাউয়া আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠার সর্তকতা জারি করে স্থানীয় প্রশাসন।

২০১৮ সালে সবশেষ লাভা উদগীরণ করে কিলাউয়া। সেসময় সৃষ্টি হওয়া শৈলশিরা থেকেই আবারও হচ্ছে অগ্ন্যুৎপাত।

স্পেনের লা পালমা দ্বীপে কয়েকদিনের মৃদু ও মাঝারি ভূমিকম্পের পর ১৯ সেপ্টেম্বর প্রথম সক্রিয় হয় আগ্নেয় শৈলশিরা ‘কুমব্রে ভিয়েজা।’ এর লাভার স্রোত পুড়িয়ে দেয় ৬ শতাধিক ঘরবাড়ি ও স্থাপনা। ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ বেশকিছু সড়ক ও সেতুও। নিরাপত্তার খাতিরে দ্বীপের ৭ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। লাভা গিয়ে পড়েছে আটলান্টিক মহাসাগরে। ফলে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা দেখা দিচ্ছে।

Exit mobile version