Site icon Jamuna Television

আইপিএল থেকে সরে গেলেন গেইল

করোনায় জৈব সুরক্ষা বলয়, বায়োবাবলের ধকল সইতে না পেরে চলতি আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল।

বুধবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার দল পাঞ্জাব কিংস।

জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে গত কয়েক মাস ধরে প্রায় টানা জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আছেন গেইল। আইপিএল শেষেই শুরু হবে টি-২০ বিশ্বকাপ। সেখানে অংশ নিতে আবারও জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে হবে তাকে।

তাই বায়োবাবলের ধকল থেকে নিজেকে সতেজ রাখতে এমন সিদ্ধান্ত গেইলের। পূর্ণ মনোযোগ দিতে চান আসন্ন টি-২০ বিশ্বকাপে। এই বছর ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই ক্যারিবীয় ব্যাটার। খেলেছেন উইন্ডিজ, সিপিএল, পিএসএল ও আইপিএলেও। আইপিএল থেকে ছাড় দেয়ার জন্য পাঞ্জাব কিংসকে ধন্যবাদ জানিয়েছেন ক্রিস গেইল।

Exit mobile version