Site icon Jamuna Television

ভারতে বেড়েছে করোনা সংক্রমণ

সংগৃহীত ছবি

ভারতে করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭২৭ জন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আক্রান্ত হয়েছিল ২৩ হাজার ৫২৯ জন। আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় তিন হাজার।

শুক্রবার (১ অক্টোবর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২৭৭ জনের। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২৮ হাজার ২৪৬ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৩৭ লাখ ৬৬ হাজার মানুষ, মৃত্যু হয়েছে চার লাখ ৪৮ হাজার ৩৩৯ জনের।

করোনাভাইরাসে শুক্রবার পর্যন্ত বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৯৭ হাজার ৩২৮ জনের, আক্রান্ত হয়েছে ২৩ কোটি ৪৫ লাখ ৬৩ হাজার ৫১৭ জন।

Exit mobile version