Site icon Jamuna Television

আবার বেড়েছে পেঁয়াজের ঝাঁঝ

একদিনেই ১০ থেকে ১২ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। দুয়েকদিন আগেও পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ টাকার কাছাকাছি দামে। আমদানি কম হওয়ার অজুহাতে বেড়েছে টমেটোর দামও।

শীতকালীন সবজি ফুলকপি ও বাধাকপি প্রতি পিসের দাম উঠেছে ৫০ থেকে ৬০ টাকা। তবে আকারে খুব ছোটগুলো ১০ থেকে ১৫ টাকায়ও পাওয়া যাচ্ছে। পেঁপে ছাড়া অন্যান্য সবজি ৪০ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের জন্য গুণতে হবে দেড়শ টাকা।

শিমের দাম সেঞ্চুরি পেরিয়ে ১২০ টাকা পর্যন্ত উঠেছে। খানিকটা কমেছে আলুর দাম। বাজারে আলু বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা কেজিতে।

Exit mobile version