Site icon Jamuna Television

শিক্ষার্থীদের মাঝে প্রাণের স্পন্দন ফেরাতে ফ্লেয়ার হান্ট ফেস্টিভাল

শহিদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ প্রথমবারের মতো আয়োজন করেছে আর্ট ও ক্রাফট এবং ফটোগ্রাফি আন্তঃকলেজ ফেস্টিভাল।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ‘এসএজিসি ফ্লেয়ার হান্ট ১.০-২০২১’ নামের ফেস্টিভালটির উদ্বোধন করা হয়। শহিদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কে এম আমিরুল ইসলাম ফেস্টিভালের উদ্বোধন ঘোষণা করেন। কলেজের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের মাঝে প্রাণের স্পন্দন পুনরায় ফিরিয়ে আনার পাশাপাশি তাদের সৃষ্টিশীলতার বহিঃপ্রকাশ ঘটাতে এসএজিসি আর্ট ও ক্রাফট ক্লাব এবং ফটোগ্রাফি ক্লাব এ ফেস্টিভালের উদ্যোগ নেয়। ফেস্টিভালে দেশের বিভিন্ন অঞ্চলের ৮৬টি কলেজের প্রায় ২০০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। যেখানে ১৬টি বিভাগে প্রতিযোগিতা হয় এবং প্রতিযোগীরা সবাই অনলাইনে অংশগ্রহণ করে।

‘এসএজিসি ফ্লেয়ার হান্ট ১.০-২০২১’ ফেস্টিভালের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন।

Exit mobile version