Site icon Jamuna Television

পদ্মায় নৌকাডুবিতে আরও ১ জনের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ৪

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৫ জনের মধ্যে ১ জনের মরদেহ উদ্ধার হয়েছে। বাকিরা এখনও নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১ অক্টোবর) সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুন্দরগঞ্জ এলাকায় পদ্মা নদীতে ভেসে ওঠে ডেইজি খাতুন নামে এক নারীর মরদেহ। পরে স্থানীয়রা সেটি উদ্ধার করে। ডেইজি খাতুনের বাড়ি শিবগঞ্জের দশ রশিয়ায়।

গতকাল অভিযান চালালেও একপর্যায়ে তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, বুধবার দুপুরে শিবগঞ্জের বোগলাউড়ি ঘাট থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা বিশ রশিয়ার উদ্দেশে রওনা দেয়। নৌকাটি লক্ষীপুর চরের সামনে পৌঁছালে প্রবল বাতাস ও তীব্র স্রোতের কবলে পড়ে ডুবে যায়। তাৎক্ষণিক ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। দুর্ঘটনায় জীবিত উদ্ধার হয়েছেন ৩৯ যাত্রী।

Exit mobile version