Site icon Jamuna Television

৪টি মেগাপ্রকল্প বাস্তবায়ন হলে বিএনপি চোখে সর্ষে ফুল দেখবে: কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

আগামী বছর যখন একে একে ৪টি মেগাপ্রকল্প বাস্তবায়ন করা হবে, তখন বিএনপির নেতারা চোখে শর্ষে ফুল দেখবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১ অক্টোবর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত সেমিনারে এই মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ইউপি নির্বাচন থেকে বিএনপি নিজেদের সরিয়ে নিয়ে নিজেদেরকে আরও বিচ্ছিন্ন করেছে।

তিনি আরও বলেন, পদ্মার নাব্যতা ধরে রাখতে ২য় পদ্মা সেতুর পরিবর্তে টানেল নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া সার্ভিস লেন ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নির্মাণ ভুল ছিল বলেও মন্তব্য করেন তিনি। তবে দ্রুত সার্ভিস লেন তৈরির কাজ শুরু হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

Exit mobile version