Site icon Jamuna Television

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ খুনের ঘটনায় আটক ১

রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের নেতা মুহিবুল্লাহ।

কক্সবাজারে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যার ঘটনায় সলিম নামে এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।

শুক্রবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ৬ নম্বর ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। আটকের পর সলিমকে উখিয়া থানায় হস্তান্তর করেছে এপিবিএন। এর আগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) কক্সবাজারের উখিয়া থানায় নিহতের ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটিতে অজ্ঞাতদের আসামি করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, রোহিঙ্গা ক্যাম্পজুড়ে এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর অতিরিক্ত সদস্য।

গতকাল বিকেলে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে জানাজা শেষে দাফন করা হয় মুহিবুল্লাহর মরদেহ। বুধবার রাতে নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন এই রোহিঙ্গা নেতা। এ ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও কূটনৈতিক মিশন হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিচার দাবি করেছে।

Exit mobile version