Site icon Jamuna Television

ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দায় ১৭ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে কিশোরীর মা পাশের বাড়ীতে ধান শুকানোর জন্য যায়। এই সুযোগে ভুক্তভোগী কিশোরীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে প্রতিবেশী সাইদ (১৮)। সে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামের লাবলু শেখের ছেলে।

ভুক্তভোগী কিশোরীর মা জানান, আমার স্বামী সেদিন বাড়ীতে না থাকায় থানায় অভিযোগ দিতে বিলম্ব হয়েছে। গতকাল রাতে তিনি বাদী হয়ে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ধর্ষণের ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক আবু সাইদ পলাতক থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। এমনকি তার পরিবারের সাথে কথা বলার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

এই বিষয়ে নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগ পেয়েছি। এ ঘটনায় অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। আসামীকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

Exit mobile version