Site icon Jamuna Television

টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জুয়েল গ্রেফতার

টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড শীর্ষ সন্ত্রাসী জুয়েল।

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড শীর্ষ সন্ত্রাসী জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশী পিস্তল ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (১ অক্টোবর) দুপুরে তাকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের একাব্বরপুর গ্রামের আলী মিঝির বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল (২৮) বেগমগঞ্জ উপজেলার একাব্বরপুর গ্রামের আব্দুর রবের ছেলে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, বেগমগঞ্জ উপজেলায় আসন্ন ১১ নভেম্বর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের তালিকা করে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার অব্যাহত থাকবে।

Exit mobile version