Site icon Jamuna Television

‘স্কুল-কলেজে স্বাস্থ্যবিধি মানাতে শিক্ষার্থীদের নিয়ে কমিটি গঠনের পরামর্শ’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার মো. শারফুদ্দিন আহমেদ।

স্কুল কলেজে স্বাস্থ্যবিধি মানাতে শিক্ষার্থীদের নিয়ে কমিটি গঠন করার পরামর্শ দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার মো. শারফুদ্দিন আহমেদ। একইসাথে শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ভ্যাকসিন নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র-শিক্ষক সবারই স্বাস্থ্যবিধি মানা উচিত বলে মনে করেন তিনি।

শুক্রবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর এফডিসিতে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন।

আগামী ডিসেম্বর থেকে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন দেয়ার কাজটি শুরুর কথাও জানান তিনি। বিতর্ক অনুষ্ঠানের আয়োজক সংগঠন মনে করছে, করোনায় স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক বরাদ্দ দেয়ার প্রয়োজন ছিল। সরকার তা না করে ঝুঁকির মধ্যে ফেলেছে কোমল-মতি শিক্ষার্থীদের। স্কুল কলেজে করোনার র‍্যাপিড টেস্টের ব্যবস্থা রাখা উচিত বলেও মনে করেন তিনি।

বিতর্কে সরকারি দল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে হারিয়ে বিরোধী দল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিজয়ী হয়।

Exit mobile version