Site icon Jamuna Television

ডিজিটাল জালিয়াতি ও প্রশ্নফাঁস বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে: ঢাবি ভিসি

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ফাইল ছবি।

কয়েক দফা পেছানোর পর অবশেষে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা।

শুক্রবার (১ অক্টোবর) সকাল ১১টায় ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হয় ঢাবির ভর্তি পরীক্ষা।

বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায়, ঢাবির বিভিন্ন কেন্দ্রে ৫৮ হাজারের বেশি শিক্ষার্থী আর বিভাগীয় ৭টি কেন্দ্রে ৫৯ হাজার শিক্ষার্থী অংশ নেন। ‘ক’ ইউনিটে আসন ১ হাজার ৮১৫টি। প্রতি আসনে প্রায় ৬৫ জন ভর্তিচ্ছু ছিল। দেড় ঘণ্টায় এমসিকিউ ও লিখিত পরীক্ষা নেয়া হয়।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, প্রশ্নফাঁস নিয়ে গুজবে কান দেবেন না,পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ডিজিটাল জালিয়াতি ও প্রশ্নফাঁস বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য।

এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলতে শিক্ষার্থী ও অভিভাবকদের আহ্বান জানান উপাচার্য।

শনিবার ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২২ ও ২৩ অক্টোবরও আছে ভর্তি পরীক্ষা। ঢাকার বাইরের কেন্দ্রগুলো বহাল রাখার আহ্বান জানায় শিক্ষার্থীরা।

Exit mobile version