Site icon Jamuna Television

ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেসি

আজ থেকে থেকে ক্লিন ফিড (বিজ্ঞাপনমুক্ত) ছাড়া বিদেশি কোনো টিভি চ্যানেল দেশে সম্প্রচার চালাতে পারবে না, তথ্য মন্ত্রণালয়ের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।

শুক্রবার (১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানায় সংগঠনটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৬ সালের ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক কার্যক্রম পরিচালনা আইনে এই বিধান থাকলেও এর আগে কখনোই এটি কার্যকর করার উদ্যোগ নেয়া হয়নি। বর্তমান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাহসী এই পদক্ষেপকে নিয়েছেন। এতে দেশীয় টেলিভিশন চ্যানেল শিল্পের আর্থিক সংকট কমবে এবং উদ্যোক্তাদের পাশাপাশি সম্প্রচার কর্মীরাও এর সুফল পাবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও আরও সুফল পেতে অবিলম্বে গণমাধ্যম কর্মী আইন প্রণয়ন এবং এই শিল্পের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য পদক্ষেপ নেয়ারও আহ্বান জানায় বিজেসি।

Exit mobile version