Site icon Jamuna Television

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের স্থায়ী বরখাস্তের দাবিতে প্রশাসনিক ভবনে তালা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা ইয়াসমিনের স্থায়ী বরখাস্তের দাবিতে প্রশাসনিক ভবনে তালা।

সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা ইয়াসমিনের স্থায়ী বরখাস্তের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার (১ অক্টোবর) এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।

এর আগে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেয়ার ঘটনায় কী পদক্ষেপ নেয়া হয়েছে তা আগামী ৩০ দিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

এর আগে বুধবার (২৯ সেপ্টেম্বর) ‘ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন’ এর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ও মোহাম্মদ কাউছার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট আবেদন করেছিলেন। বৃহস্পতিবার ওই আবেদনের শুনানি হয়েছে।

[আরও পড়ুন >>> চুল কেটে দেয়া ১৪ শিক্ষার্থীর প্রত্যেককে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট]

উল্লেখ্য, সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর নিজ হাতে কাচি দিয়ে ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেয়ার ঘটনায় একজন শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করে এখন গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছে। একজন নাগরিককে তার চুল কেটে দেয়ার ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক, বেআইনি এবং মৌলিক অধিকারের পরিপন্থী।

Exit mobile version