Site icon Jamuna Television

অশ্বিনের সাথে বাকযুদ্ধে মরগান ও সাউদি!

ছবি স্নজ্ঞৃহীত।

অশ্বিনের সাথে বিবাদ যেন থামছেই না এউইন মরগ্যান ও টিম সাউদির। কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের খেলার সময় শুরু হয়েছিলো এ কথা কাটাকাটি।

দিল্লির ইনিংসের সময় শুরুতে বিবাদে জড়ান অশ্বিন-সাউদি। এরপর কথা কাটাকাটি হয় অশ্বিন-মরগ্যানের মাঝে। যে বিতর্কের রেশ চলছে এখন সোশ্যাল মিডিয়ায়।

জানা গেছে, রাহুল ত্রিপাঠির থ্রো রিশভ পান্তের ব্যাটে লাগার পর অশ্বিন রান নিতে চাইলে তা নিয়ে আপত্তি জানান মরগ্যান। তখনই কথা কাটাকাটি হয় মরগ্যান ও অশ্বিনের।

যদিও পরে টুইটে এখানে খারাপ কিছু দেখেননা বলে বলেছেন অশ্বিন। তার দাবি তিনি দেখেননি বল ব্যাটে লেগেছে। আর লাগলেও রান নেয়াতে খারাপ কিছু দেখেন না তিনি। এর আগে বাটলারের ম্যানকাড আউট করা নিয়েও সমালোচনা হয়েছিলো এ স্পিনারের।

/এসএইচ

Exit mobile version